রেমিট্যান্স প্রদান


বিদেশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

বাংলাদেশী প্রতিটি  নাগরিকদের কাছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড বা ডিবিএল এক আস্থার প্রতীক হয়ে উঠেছে। বর্তমানে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর ব্যাংকিং ব্যবস্থা মানুষের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছে, পাশাপাশি মানুষের জীবনকে সহজ করে তুলেছে। ব্যাংকটির নিত্য নতুন সেবা এবং গ্রাহকদের জন্য নানা ধরণের সুযোগ-সুবিধা দেবার ফলে বেশ অল্প সময়ের মধ্যে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

প্রবাসীদের কষ্টার্জিত টাকা বৈধ পথে পরিবারের কাছে পৌঁছে দিতে পারবেন মুহূর্তের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়াই। বর্তমান সময়ে বিশ্বের যে কোন দেশ হতে প্রবাসীগন গুপন পিন নাম্বারের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পরিবারের কাছে টাকা পাঠাতে পারবেন এবং পিন নাম্বারের টাকা উঠানোর সময় আমাদের শাখা হতে আরও .% বোনাস পাবেন

যদি প্রবাসীরা ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট শাখা তার পরিবারের কারো একাউন্টে টাকা পাঠান তাহলেও সাথে .% বোনাস পাবেন

চলুন তাহলে জেনে নেই বিদেশ থেকে প্রবাসীরা ডাচ বাংলা ব্যাংকে গুপন পিন নাম্বারের মাধ্যমে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে-

·         প্রথমে প্রবাসীগন যার কাছে গুপন পিন নাম্বারে টাকা পাঠাবেন সেই ব্যক্তির এন আই ডি সংগ্রহ করতে হবে এবং সেই ব্যক্তির এন আই ডির কপি সাথে নিয়ে যেকোনো এক্সচেঞ্জ হাউজ অফিসে যেতে হবে।

·         এক্সচেঞ্জ হাউজের অফিসার এন আই ডির কপি হতে নামের সঠিক স্পেলিং ব্যাবহার করবেন।

·         যত টাকা পাঠাবেন তার পরিমান বসাবেন।

·         সব শেষে একটি গুপন পিন নাম্বারের রিসিট দেবেন।

·         সেই গুপন পিন নাম্বারের রিসিট/পিন যার নামে পাঠিয়েছেন তার কাছে ফোনে/ওয়াটসাপে/ইমতে বা যেকোনো ভাবে পাঠিয়ে দেবেন।

·         এখন দেশে পিন নাম্বার পাওয়ার পর সেই পিন নাম্বার ও এন আই ডির মূল কপি ও এন আই ডির ফটকপি সাথে নিয়ে যেকোনো ডাচ বাংলা ব্যাংকের যেকোনো শাখা অথবা এজেন্ট শাখা হতে টাকা উত্তোলন করতে পারবেন।

এখন জেনে নেই বিদেশ থেকে প্রবাসীরা ডাচ বাংলা ব্যাংক একাউন্টে পাঠানোর নিয়ম সম্পর্কে-

·         প্রথম আপনি আপনার ডাচ বাংলা ব্যাংকের অধীনস্ত একাউন্টের নাম্বার, যার কাছে টাকা পাঠাবেন সেই একাউন্ট হোল্ডারের নাম এবং সাথে ডাচ বাংলা ব্যাংকের যে শাখায় পাঠাবেন তা জমা দিবে হবে ডাচ বাংলা ব্যাংক অনুমোদিত যেকোনো এক্সচেঞ্জ হাউজ অফিসে।

·         এক্সচেঞ্জ হাউজ থেকে আপনার প্রেরিত টাকা আপনার বায়োমেট্রিক একাউন্টে যুক্ত হবে।

·         যার একাউন্টে টাকা পাঠাবেন সেই ব্যক্তির একাউন্টের টাকা যুক্ত হলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

·         সেই ব্যক্তি এসএমএস হাতে পাওয়ার পর পরই  ডাচ বাংলা ব্যাংকের যেকোনো শাখা অথবা এটিএম বুথের এর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।

 

জেনে নেই ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে যেসকল এক্সচেঞ্জ হাউজের গুপন পিন নাম্বারে টাকা পাঠাবেন তার নাম :

Sl No.

Name of Exchange House/Bank

Remittance Sending Country

1

Al Ansari Exchange LLC

Global Partner

2

BFC Bank Limited (EZRemit)

3

Choice Money Transfer dba Small World

4

HomeSend SCRL

5

Instant Cash FZE

6

Merchantrade Asia Sdn. Bhd.

7

MoneyGram Payment Systems Inc.

8

NEC Money Transfer Limited

9

PayPal Pte. Ltd. (Xoom)

10

Placid Express

11

Prabhu Money Transfer

12

Ria Financial Services

13

TransFast Remittance LLC

14

Terra Payment Service

15

UAE Exchange Centre LLC

16

Western Union Money Transfer

17

WorldRemit Limited

18

Aussie Forex & Finance Pty Ltd

Australia

19

Zenj Exchange Co.

Bahrain

20

East Bengal Exchange Co.

Canada

21

First Security Islami Exchange Italy SRL

Italy

22

National Exchange Company S.R.L.

23

Queenbee Capital Ltd.

Japan

24

Unidos Co. Ltd-Kyodai Remittance

25

Al Alami Exchange

Jordan

26

Al Muzaini Exchange Co. K.S.C.C

Kuwait

27

Al Mulla Int. Exchange Co. K.S.C.C

28

Aman Exchange Company WLL

29

Bahrain Exchange Company WLL

30

Joyalukkas Exchange

31

Kuwait Asian Int'l Exchange Co. WLL

32

Kuwait Bahrain Int'l Exchange Co, K.S.C

33

Lulu Exchange Company WLL

34

CBL Money Transfer Sdn Bhd

Malaysia

35

MaxMoney Sdn Bhd

36

NBL Money Transfer Sdn. Bhd.

37

NBL Money Transfer (Maldives) Pvt. Ltd.

Maldives

38

Al Jadeed Exchange LLC

Oman

39

Hamdan Exchange LLC

40

Lulu Exchange Company

41

Joyalukkas Exchange LLC

42

Oman Exchange LLC

43

Global Money Exchange Co.

44

Gulf Overseas Exchange Co. LLC

45

Unimoni Exchange LLC

46

Al Zaman Exchange WLL

Qatar

47

Eastern Exchange Company WLL

48

Al Rajhi Bank (Tahweel)

Saudi Arabia

49

Bank Al Bilad (Enjaz)

50

Bank Al Jazira (Fawri)

51

Saudi National Bank (QuickPay)

52

InstaRem Pte Ltd.

Singapore

53

NBL Money Transfer Pte Ltd.

54

GmoneyTrans Co. Ltd.

South Korea

55

Global Money Express Co, Ltd.

56

HanPass Co, Ltd.

57

Southeast Exchange Co. (South Africa) Pty. Ltd.

South Africa

58

Al Ahalia Money Exchange Bureau

UAE

59

Al Fardan Exchange LLC

60

Emirates India Int'l Exchange LPC

61

Index Exchange LLC

62

LuLu Int'l Exchange LLC

63

Orient Exchange Company LLC

64

Universal Exchange Center

65

Worldwide Cash Express

66

Daytona Capital Management

UK

67

GCC Exchange UK Ltd.

68

Remitix Limited (Mukuru)

69

Standard Express

USA

70

Wall Street Finance LLC


 

Scroll to Top