DBBL এজেন্ট ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম


Dutch Bangla Bank Agent Banking Account Opening


বাংলাদেশের যত ব্যাংক রয়েছে তার মধ্যে ডাচ-বাংলা ব্যাংক টি অন্যতম। এই ব্যাংকটি বাংলাদেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই ব্যাংকের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারছে। 

ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম

ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং একাউন্ট খোলার জন্য প্রথমত কোন ধরনের একাউন্ট খুলতে চান সেটি আগে নিশ্চিত করে নিতে হবে। তারপরে প্রয়োজনীয় যে সকল ডকুমেন্ট লাগবে সেগুলো সংগ্রহ করতে হবে। সমস্ত ডকুমেন্ট সংগ্রহ করা হয়ে গেলে এবার আপনাকে একটি ফরমটি পূরণ করে নিতে হবে। এর পর এজেন্ট আপনার হাতের আঙ্গুলের চাপ সংগ্রহ করে বায়োমেট্রিক্স পদ্ধতিতে একাউন্ট খুলবেন ।

একাউন্টের ধরন

  1. ➡️ সেভিংস একাউন্ট
  2. ➡️ কারেন্ট একাউন্ট
  3. ➡️ স্টুডেন্ট একাউন্ট ইত্যাদি ।

সেভিংস একাউন্ট খুলতে যা যা লাগবে

➡️ যিনি একাউন্ট খোলবেন তার ১কপি পাসপোর্ট সাইজের ফটো ও ভোটার আইডি কার্ড এর ফটোকপি ।

➡️ নমিনির ১কপি পাসপোর্ট সাইজ ফটো ও ভোটার আইডি কার্ড এর ফটোকপি ।

কারেন্ট একাউন্ট খুলতে যা যা লাগবে

➡️ যিনি একাউন্ট খোলবেন তার ১কপি পাসপোর্ট সাইজের ফটো ও ভোটার আইডি কার্ড এর ফটোকপি ।

➡️ ট্রেড লাইসেন্স এর ফটোকপি ।

➡️ প্রপাইটর সিল ।

➡️ নমিনির ১কপি পাসপোর্ট সাইজ ফটো ও ভোটার আইডির ফটোকপি ।

স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য যা যা লাগবে

➡️ শিক্ষার্থীর জন্ম নিবন্ধন এর ফটোকপি ।

➡️ শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ২কপি ফটো ।

➡️ শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হতে সত্যায়িত প্রত্যয়ন পত্র ।

➡️ অভিভাবকের ২কপি পাসপোর্ট সাইজ ফটো ও ভোটার আইডির ফটোকপি ।

➡️ নমিনির ১কপি পাসপোর্ট সাইজ ফটো ও ভোটার আইডির ফটোকপি ।



Scroll to Top