Dutch Bangla Bank Agent Banking কি এবং কতটুকু নিরাপদ?
Dutch Bangla Bank Agent Banking হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অনুমােদিত একটি যুগোপযোগী ব্যাংকিং ব্যবস্থা।
যার মাধ্যমে ১০০% নিরাপত্তা সহকারে প্রতিটি লেনদেন “ বায়ােমেট্রিক মেশিন ব্যবহার করে গ্রাহকের আঙুলের ছাপ সনাক্তকরণের মাধ্যমে পরিচালনা করা হয় ।
গ্রামীন মানুষের কাছে ব্যাংকিং সুবিধা ছড়িয়ে দিতে DBBL চালু করেছে Dutch Bangla Bank Agent Banking ব্যবস্থা । এজেন্ট ব্যাংকিং চালু করার ফলে গ্রামীণ মানুষ পাচ্ছে হাতের কাছে ব্যাংকিং সুবিধা।
Dutch Bangla Bank Agent Banking সুবিধা সমূহ কি কি?
]DBBL অনুমোদিত যে কোন এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং যেকোন শাখায় লেনদেনের সুবিধা।
]প্রথম বছরে ATM চার্জ ফ্রি।
]DBBL ফাস্ট ট্র্যাকে টাকা জমাদান/উত্তোলন সুবিধা।
]ডেবিট কার্ড, যার মাধ্যমে গ্রাহক DBBL ফাস্ট ট্র্যাক ও ATM থেকে টাকা উত্তোলন এবং মার্চেন্ট দোকান থেকে কেনাকাটা করতে পারবেন।
]জমাকৃত টাকার উপর ২% মুনাফা লাভের সুবিধা।।
]বাৎসরিক কোন চার্জ নাই।
]বিদেশ থেকে প্রেরিত পিন নাম্বার এবং একাউন্টে প্রাপ্ত টাকার উপর ২.৫% বোনাস।
Dutch Bangla Bank Agent Banking হতে কি কি সেবা পাওয়া যাবে?
]সঞ্চয়ী হিসাব খোলা
]চলতি হিসাব খোলা
]নগদ টাকা জমাদান/উত্তোলন
]DBBL এর অন্য একাউন্টে টাকা ট্র্যান্সফার
]ফিক্সড ডিপোজিট (FDR)
]ডিপোজিট প্লাস স্কিম (DPS)
]বেতন ভাতা প্রদান
]একাউন্ট ব্যালেন্স ও স্টেটমেন্ট চেক
]বিদেশ হতে প্রেরিত অর্থ প্রদান
]বিদ্যুৎ বিল সহ অন্যান্য বিল প্রদান
ডিবিবিএল কার্ড/চেক ব্যবহারে সচেতন হওয়া।
কার্ড/চেক জালিয়াতি / প্রতারণার হাত থেকে রক্ষা পেতে ও কার্ড/চেক প্রতারণা প্রতিরােধে সচেষ্ট হওয়া খুবই জরুরি।
কোনো অবস্থাতেই আপনার কার্ড/চেক অন্য কাউকে হস্তান্তর করবেন না । কোনো ভাবেই আপনার কার্ডের পিন ( PIN ) কারাে সাথে শেয়ার করবেন না ।
এটিএম ( ATM ) মেশিনে কার্ড ব্যবহারে সমস্যা হলে কখনােই অপরিচিত কারাে সাহায্য নিবেন না বা তার হাতে কার্ড দিবেন না।
অযাচিতভাবে কেউ সাহায্য করতে চাইলেও তার সাহায্য নিবেন না ।
যে কোন সমস্যায় সম্ভব হলে ব্যাংক প্রতিনিধির সাথে বা ১৬২১৬ নম্বর এ কথা বলুন এবং সমস্যা সমাধান সম্পর্কে বিস্তারিত জানুন ।
নিজে সচেতন হলে কখনােই প্রতারণার শিকার হবেন না । এটিএম কার্ড/চেক জালিয়াতি ও প্রতারণা প্রতিরােধে আপনার সহযােগিতা একান্ত কাম্য ।
আপনিই চাইলে রুখে দিতে পারেন জালিয়াতি ও প্রতারণা।